Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪,

জবি ছাত্রদলের সেক্রেটারির বাবার মৃত্যুতে শিবিরের শোক বার্তা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৮:৫৫ পিএম


জবি ছাত্রদলের সেক্রেটারির বাবার মৃত্যুতে শিবিরের শোক বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সাধারণ সম্পাদক সুজন মোল্লার পিতার অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

বুধবার ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইব্রাহীম আলি স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বার্তায় এই শোক প্রকাশ করা হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রকাশিত এই শোকবার্তায় রাজনৈতিক ভিন্নমতের ঊর্ধ্বে গিয়ে মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার চিত্র ফুটে উঠেছে।

ছাত্রশিবির নেতৃবৃন্দ এ শোকবার্তার মাধ্যমে নিজেদের একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করেছেন। ছাত্রশিবিরের এই সহানুভূতি ও সমবেদনার বার্তা নিছকই রাজনৈতিক বন্ধনের বাইরে এক মানবিক সহমর্মিতার উদাহরণ হিসেবে বিবেচিত হবে, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।

শাখা শিবিরের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার সাধারণ সম্পাদক জনাব সুজন মোল্লার সম্মানিত পিতার ইন্তেকালে গভীর সমবেদনা জানাচ্ছি। প্রতিটি বাবা তার সন্তানের জন্য বটবৃক্ষের ন্যায় ছায়া দেয় তাই বাবা হারানোর ব্যথা অসহনীয়। আল্লাহ যেন সম্মানিত ও গর্বিত পিতাকে জান্নাতুল ফিরদাউস নসিব দান করেন। শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন।

জবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম বলেন, আমরা ছাত্র রাজনীতিতে সহাবস্থানে বিশ্বাসী। ছাত্রদল আমাদের আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সংগঠন। ছাত্রদলের সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুতে আমরা শোক জানাই। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আমাদের ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, এটাই সব সংগঠনের হওয়া উচিত।

মৃত্যুকালে সুজন মোল্লার বাবা ইসাক মোল্লার বয়স হয়েছিল ৭৫ বছর। ফুসফুসের ক্যান্সারজনিত রোগে আক্রান্ত তার মৃত্যু হয়।

বুধবার দুপুর দেড়টার দিকে টঙ্গিবাড়ির নিজ বাসভবনে মারা যান তিনি।

ইএইচ

Link copied!