Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পবিপ্রবির গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৪, ০৫:০৯ পিএম


পবিপ্রবির গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জিএসটি স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

পবিপ্রবি পরিবারের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য। পরে প্রজেক্টরে প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের প্রফেসর ড. মো. শামসুজ্জামান সবুজ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে পোস্ট গ্র্যাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিকুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ নবীন শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন।

নবীনদের পক্ষ থেকে বক্তব্য দেন- আতিকুল ইসলাম, মুশফিকুর রহমান, শারমিন আক্তার, হাসিবুল ইসলাম, মো. মামুন, জয়মন্ডল কুন্ড ও সায়মা সুলতানা।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন- মো. মহিউদ্দিন। পরে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সভাপতি ও সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ইএইচ

Link copied!