Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বাকৃবিতে বাঁধনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৪, ০৮:০৩ পিএম


বাকৃবিতে বাঁধনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন’ স্লোগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রক্তদাতা সংগঠন বাঁধনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দিবসটি  উদযাপন করেছে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ।

দিবসটি উপলক্ষ্যে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি শুরু করে।  

র‍্যালিটি উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কেআর মার্কেট হয়ে বাঁধনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এরপর সংগঠনটির ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে তাদের কার্যালয়ে কেক কাটা হয় এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সংগঠনটির সভাপতি সোয়েব মীমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার ফেরদাউস রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী।

এছাড়াও সংগঠনটির প্রায় শতাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক বলেন, বাঁধন একটি অনন্য প্রতিষ্ঠান।

ইএইচ

Link copied!