Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানালো শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি

শাবিপ্রবি প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৪, ০৬:৩৮ পিএম


নবীন শিক্ষার্থীদের স্বাগত জানালো শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নানা আয়োজনে।

রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই ধাপে এ নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাবিপ্রবি প্রথম বর্ষ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম এবং সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

সকালের প্রথম পর্বে ‍‍`এ‍‍` ইউনিটে ভর্তি হওয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরবর্তী ধাপে দুপুর আড়াইটায় ‍‍`বি‍‍` ও ‍‍`সি‍‍` ইউনিটে ভর্তি হওয়া মানবিক ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন, কার্যক্রম এবং নবীন শিক্ষার্থীদের পরিচিতির জন্য একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের হয়রানি প্রতিরোধে প্রক্টরিয়াল নীতিমালা এবং যৌন নির্যাতন প্রতিরোধ সেলের বিষয়ে ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

আরএস

Link copied!