Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪,

উপাচার্যের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করল আন্দোলনরত জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

নভেম্বর ৪, ২০২৪, ০৫:০১ পিএম


উপাচার্যের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করল আন্দোলনরত জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এদিকে উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য ডাকা হলে তা প্রত্যাখ্যান করে তারা।

এর আগে আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আধা ঘণ্টা রাস্তা অবরোধের পর পুনরায় মিছিল নিয়ে ক্যাম্পাসে এসে উপাচার্যের ভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য ঢাকা হলে শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে স্লোগান দিতে থাকে।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী অপু বলেন, আমরা কনফারেন্স রুমে এসির বাতাস খেতে বসবো না, আমাদের সাথে বসতে হলে রাজপথে আসতে হবে, প্রয়োজনে শান্ত চত্বরে বসতে হবে।

আন্দোলনের নেতৃত্বদানকারী অন্যতম শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান বলেন, আমাদের দাবি মন্ত্রণালয়ের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নয়। আজকের মধ্যে তিন দফা দাবি মানা না হলে আগামীকাল শান্ত চত্বরে সকাল সাড়ে এগারোটায় জড়ো হয়ে তাঁতিবাজার অবরোধ করা হবে।

বিআরইউ

Link copied!