Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অষ্টাদশ আবর্তনের শিক্ষার্থীদের বরণ করলো নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৪, ০৭:১৯ পিএম


অষ্টাদশ আবর্তনের শিক্ষার্থীদের বরণ করলো নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ আবর্তনের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বর্ণিল আয়োজনে বরণ করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।

সোমবার (৪ নভম্বর) বিশ্ববিদ্যালয়ের ‍‍`গাহি সাম্যের গান‍‍` মুক্তমঞ্চে ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। ওরিয়েন্টেশন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে নতুন শিক্ষার্থীদের নবীনবরণের মধ্য দিয়ে বরণ করে নেয় বিভাগগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা যদি আমাদেরকে দক্ষ মানবসম্পদে রুপান্তর করতে না পারি, তাহলে এই প্রতিযোগিতামূলক সমাজে টিকে থাকা কঠিন হয়ে যাবে। শুধু স্কিল্ড হলেই হবে না, সুপার স্কিল্ড মানব সম্পদে পরিণত হতে হবে।  এই পরিবর্তিত সমাজে আমাদেরকে আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে। এ দক্ষতা অর্জন না করলে, একটা জাতির অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতি হয়না। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি বা এর সঙ্গে যুক্ত আছি তাদের এটা মূখ্য দায়িত্ব।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ওরিয়েন্টেশন বক্তা অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মে তোমরা যারা আছো, তোমরা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছো। ফলে রাষ্ট্র তোমাদের থেকে অনেক বেশি আশা করে। মনে রাখবা, তোমার গন্তব্য শুধু  কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নয়, তোমার গন্তব্য শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী তোমাদের গন্তব্য। তবে এর সবকিছুই নির্ভর করবে তোমাদের পরিশ্রম আর অধ‍্যবসায় এর উপর। জীবনে উন্নতি করার পরিশ্রম এবং মনোনিবেশের বিকল্প কোন স্বত্তা নেই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরারা।

আরএস

Link copied!