Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শাবিপ্রবি-পেট্রোবাংলার মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর

শাবিপ্রবি প্রতিনিধি:

শাবিপ্রবি প্রতিনিধি:

নভেম্বর ৬, ২০২৪, ১০:৩৮ এএম


শাবিপ্রবি-পেট্রোবাংলার মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর মধ্যে গবেষণা ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকার পেট্রোবাংলার বোর্ড রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শাবিপ্রবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং পেট্রোবাংলার পক্ষে সচিব রুচিরা ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে, যা পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়নযোগ্য।

চুক্তির মূল উদ্দেশ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক উন্নয়ন। এর আওতায় যৌথভাবে সভা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন, গবেষণার ফলাফলকে শিল্পের কাজে প্রয়োগ এবং শিল্পের অভিজ্ঞতাকে শিক্ষার সাথে সমন্বয় করার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে শাবিপ্রবির পেট্রোলিয়ম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাইফুল আলম এবং ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক উপস্থিত ছিলেন। 
পেট্রোবাংলার পক্ষে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, প্রশাসন শাখার মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন এবং রিজার্ভার অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মেহেরুল।

বিআরইউ
 

Link copied!