Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪,

পবিপ্রবিতে ব্যবস্থাপনা দিবস উদযাপিত

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৪, ০৪:৫৪ পিএম


পবিপ্রবিতে ব্যবস্থাপনা দিবস উদযাপিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ৫ম বারের মতো ম্যানেজমেন্ট ডে উদযাপন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গির কবির সরকার।

কী রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি, এইচআর এবং অ্যাডমিন গাজী জসীম উদ্দিন, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেড এর ব্যবসায়িক পরিচালক কৃষিবিদ বশির আহমেদ, ইউটাহ নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান, নেসলে ও কিটক্যাট এর বাণিজ্যিক উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মনিরুজ্জামান বাহার।

উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোমিন উদ্দিন, অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের  শিক্ষক-শিক্ষার্থীরা।

উপস্থিত বক্তারা মানবসম্পদ ও বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যানেজমেন্ট স্টাডিজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

ইএইচ

Link copied!