নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৪, ১২:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৪, ১২:১৯ এএম
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি পূরণ না করায় সবধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একইসাথে আগামীকালও সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
সোমবার রাতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলাম। কিন্তু তারা (সরকার) আমাদের সাথে নয়-ছয় শুরু করেছে। কাল থেকে তিতুমীর কলেজে ক্লোজ ডাউন কর্মসূচী পালন করা হবে। একই সাথে অবরোধ কর্মসূচী চলমান থাকবে। এর আওতায় সড়ক পথ এবং রেলপথ থাকবে।
এর আগে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে।
ইএইচ