Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তিতুমীর কলেজ

কমিটি গঠনের আশ্বাস: আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৪, ১১:১৭ পিএম


কমিটি গঠনের আশ্বাস: আন্দোলন স্থগিত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি না, সে বিষয়ে ফিজিবিলিটি টেস্টের (বাস্তবায়নযোগ্যতা যাচাই) আশ্বাসের পরিপ্রেক্ষিতে সাত দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিতুমীর কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে তিতুমীর ঐক্যের অন্যতম সমন্বয়ক মাহমুদুল হাসান এ তথ্য জানান।

বলেন, কর্মসূচি প্রত্যাহার করছি না।

মাহমুদুল হাসান বলেন, প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় আগামী সাত দিনের ভেতর এ বিষয়ে কমিটি গঠন করা হবে এবং তারা স্বশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন। একটি নির্ধারিত তারিখের ভেতর তারা প্রতিবেদনটি জানাবেন। আমরা এ আশ্বাস পেয়ে সেখান থেকে চলে এসেছি।

তিনি আরও সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রত্যাহার বলে অনেক মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে। আন্দোলন প্রত্যাহার নয়, রাষ্ট্র ও রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে আমরা রাজপথ থেকে সরে আসছি। তবে পূর্বঘোষিত বারাসাত ব্যারিকেড টু মহাখালী যে কর্মসূচি আমাদের চলমান সেটি বিশ্ববিদ্যালয় গঠিত না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

‘এখন আমরা ক্যাম্পাস কেন্দ্রিক কাউন্সিলিং ও সাধারণ ছাত্রদের সচেতনতামূলক প্রোগ্রাম আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক হবে’—যোগ করেন মাহমুদুল হাসান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী সাত দিনের ভেতর যদি কমিটি গঠন করা না হয় তাহলে সাত দিন পর আমরা আবারও আগের অবস্থানে ফেরত যাব। এটার জন্য তিতুমীর কলেজ, তিতুমীর ঐক্য বা সাধারণ শিক্ষার্থীরা দায়ী থাকবে না, রাষ্ট্র দায়ী থাকবে।’

এক প্রশ্নে মাহমুদুল হাসান বলেন, যেহেতু রাষ্ট্রের প্রতি আমরা সম্মান জানিয়েছি, সেহেতু তিতুমীর ক্লোজডাউন কর্মসূচিটিও স্থগিত করা হল। ক্লাস-পরীক্ষা আগের মতো করেই চলতে পারে।

ইএইচ

Link copied!