যবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৪, ০৮:৪০ পিএম
যবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৪, ০৮:৪০ পিএম
ক্যাম্পাসে হৃদ্যতাপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. এমদাদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ক্যাম্পাসে হৃদ্যতাপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যে আগামী ২০ নভেম্বর ২০২৪ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী সমিতির সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সহকর্মীদের মধ্যে যাতে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় থাকে এবং শিক্ষা-গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় সেজন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির কার্যক্রম বন্ধ রাখা।
ইএইচ