Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

শাবিপ্রবির ক্যারিয়ার ক্লাবের জাতীয় বিজনেস কেইস

শাবিপ্রবি প্রতিনিধি:

শাবিপ্রবি প্রতিনিধি:

নভেম্বর ২৩, ২০২৪, ১১:৩১ এএম


শাবিপ্রবির ক্যারিয়ার ক্লাবের জাতীয় বিজনেস কেইস

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনে সহায়তা করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ারবিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ (সাস্টসিসি) আয়োজন করেছে জাতীয় বিজনেস কেইস প্রতিযোগিতা ‘সিস্টেম প্রেজেন্টস মাস্টারমাইন্ড ২.০’।

দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় নিবন্ধন শুরু হয় গত ২৫ অক্টোবর এবং কার্যক্রম শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ পার করে বিজয়ীদের জন্য রাখা হয়েছে মোট এক লাখ টাকার পুরস্কার।

শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম কেক কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অতিথিদের শুভেচ্ছা বাণী এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি উন্নত করা। পাশাপাশি, প্রতিটি দলে অন্তত একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক, যা নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে উদ্বুদ্ধ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা দেন এবং কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের কি-নোট স্পিকার সাদমান সাদিক কেইস কম্পিটিশনে গুরুত্ব দেওয়া বিষয়গুলো নিয়ে ধারণা প্রদান করেন এবং সমস্যার সৃজনশীল সমাধানের উপায় তুলে ধরেন।

সাস্ট ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক আজমাইন আব্রেসাম বলেন, “এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালু থাকবে।”

উল্লেখ্য, সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম জাতীয় পর্যায়ের বিজনেস কেইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

বিআরইউ

Link copied!