কুবি প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৪, ১১:৪৪ এএম
কুবি প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৪, ১১:৪৪ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শীতার্তদের মাঝে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুবি শাখা।
প্রথমদিনে নৈশপ্রহরী ও কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে তারা।
এ সময় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহি এবং সেক্রেটারি হাফেজ মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
রোববার রাত ১২টা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি, কাফেটেরিয়া ও হলের আশপাশের নৈশপ্রহরী ও কর্মচারীদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, শীতকালে বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরীদের দায়িত্ব পালন করতে কষ্ট হয়ে যায়। আমরা তাদের জন্য সামান্য উপহার দিয়েছি। আজকে ফ্যাকাল্টি, ডরমিটরি, হলে দায়িত্বরত আনসার সদস্য ও নিরাপত্তা কর্মীদের দিয়েছি। যারা আজকে পায়নি তাদেরকে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেবো।
এছাড়াও এই কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি। যারা শীতে কষ্ট পাচ্ছে এই রকম তথ্য যদি আমাদের কাছে আসে তাহলে আমরা তাদের কাছেও শীতবস্ত্র পৌঁছে দিবো।
ইএইচ