Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

শাবির কাছ থেকে ৮৭ লাখ টাকা পেল সিসিক

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

নভেম্বর ২৭, ২০২৪, ০৮:২৯ পিএম


শাবির কাছ থেকে ৮৭ লাখ টাকা পেল সিসিক

২০২৪-২৫ অর্থবছরে ৮৭ লাখ ৮৭ হাজার ৯৫২ টাকা কর পরিশোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সিসিকের হাতে চেক হস্তান্তর উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, সিলেট সিটি করপোরেশনের প্রতিনিধি সহকারী কর কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম ও কর আদায়কারী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থার দ্রুত সমাধান করতে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

সিসিকের আওতাধীন ১১৫৯ থেকে ১২০৪ নম্বর হোল্ডিংগুলোর অনুকূলে বকেয়াসহ ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বাবদ ২ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ২৯৬ টাকা পাওনা ছিল সিসিক কর্তৃপক্ষ। এতে ৮৭ লাখ ৮৭ হাজার ৯৫২ টাকা পরিশোধ করা হয়।

ইএইচ 

Link copied!