Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

উপ-সহকারী ৩০ কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষণ দিল বিনা

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৪, ০৫:২৯ পিএম


উপ-সহকারী ৩০ কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষণ দিল বিনা

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) বিনা উদ্ভাবিত সম্প্রসারণযোগ্য জাতসমূহের চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত বিনার সেমিনার কক্ষে ওই কর্মশালার আয়োজন করে ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগ।

বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এটি আয়োজিত হয়।

জানা যায়, প্রশিক্ষণে ময়মনসিংহের বিভিন্ন উপজেলার ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত সকল জাতের উপর আলোচনা করা হয়। দেশের কৃষির উন্নয়নে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও টেকসই জাতের ভূমিকা এবং ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এই প্রকল্পের আওতায় ২৫০০ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

এ সময় উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীমা বেগম বিনা উদ্ভাবিত ১২টি ফসলের ১০৮ টি জাতের চাষাবাদ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ কলাকৌশল নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণে কর্মশালায় বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. শরিফুল হক ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (ভার্চুয়ালি) ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য মো. শফিকুল আলম সোহেল, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ  আশিকুর রহমান। কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীমা বেগম।

ইএইচ

Link copied!