Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কুমারখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বে পাপ্পু-সূচনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২, ২০২৪, ১২:২৩ পিএম


কুমারখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বে পাপ্পু-সূচনা

কুমারখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ৪৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফুল আলম পাপ্পু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শামসুন্নাহার সূচনা।  

রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মতিতে এ নতুন কমিটি গঠন করা হয়।  

এ বিষয়ে সভাপতি আশরাফুল আলম পাপ্পু বলেন, ‘কুমারখালী উপজেলার অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এসব ছাত্রছাত্রীদের শিক্ষা প্রসারে সহায়তা, টিউশনির ব্যবস্থা করে দেওয়া এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। কুমারখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবো।’

সাধারণ সম্পাদক শামসুন্নাহার সূচনা বলেন, ‘কুমারখালীর যে সকল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ঢাকায় নতুন ভর্তি হয়, তাদের প্রায় সবকিছুই অজানা এবং অচেনা থাকে। এ জন্য অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয়। আমাদের সংগঠন চায় শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে সহযোগিতা করতে। আমরা কুমারখালীবাসী এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।’

নতুন কমিটি নিয়ে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ইমরান হোসেন শুভ বলেন, ‘জীবন দীর্ঘ হওয়া থেকে বিস্তৃত হওয়া ভালো। আমরা এই ধরনের সামাজিক সংগঠনে ভূমিকা রেখে আমাদের জীবনকে বিস্তৃত করতে পারি। ঢাকাস্থ কুমারখালীর শিক্ষার্থীদের নিয়ে নতুন কমিটি আরও ভালো কাজ করবে বলে আমি বিশ্বাস করি। নতুনদের জন্য আমাদের পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে।’

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল আলম সাগর বলেন, ‘কেকেএস ২০০৩ সালে যাত্রা শুরু করে। এটি মূলত ঢাকাস্থ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সংগঠন। এর মূল কাজ হচ্ছে এলাকার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে কুমারখালীর সকল শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক গড়ে তোলা। নতুন যারা দায়িত্ব নিয়েছে, তারা শিক্ষার্থীদের পাশে থেকে সংগঠনকে আরও এগিয়ে নেবে—এই আশা রাখি।’

কেকেএসর সাবেক সভাপতি মনিরুজ্জামান নিপুণ বলেন, ‘ঢাকাস্থ কুমারখালীর এই সংগঠন সমাজের উন্নয়ন ও নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কুমারখালীর মানুষ ও সমাজের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্ব একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখবে এবং এটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা আশা করি, তাদের কর্মে সততা, আন্তরিকতা এবং উদ্ভাবনী চিন্তা প্রতিফলিত হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন কমিটির সকল সদস্যকে তাদের দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ যাত্রার জন্য শুভকামনা। তোমরাই আমাদের গর্ব এবং আগামী দিনের প্রেরণা।’

এছাড়াও নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, জোবায়ের আহমেদ জনি (ঢাবি), ওয়াহিদা শারমিন (ইডেন কলেজ)।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন হোসেন (ঢাবি), আরজু আরা মীম (তিতুমীর কলেজ), শাম্মী আক্তার ঐশী (ইডেন কলেজ), কানিজ ফাতেমা প্রীতি (জাবি), জুহিতা বিশ্বাস জ্যোতি (জবি)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন, শামসুন্নাহার সূচনা (ঢাবি), দুর্জয় কুমার ঘোষ (তিতুমীর কলেজ), শাওন মাহবুবুর (তিতুমীর কলেজ), সাদমান আহমেদ নয়ন (ঢাবি), আরোধী সুলতানা (ঢাবি), মাহবুবুল আহসান সাইমুম (এনএসইউ), সুদিপ্তা কুণ্ডু ( ঢাবি)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবি শাওন (ঢাবি), এইচ এম. ইমরান হোসাইন (তিতুমীর কলেজ), রবিউল ইসলাম আহাদ (ঢাকা কলেজ), অর্নব সাকিব (ঢাকা কলেজ), তৌফিক হাসান (ঢাকা কলেজ), শাবীব হোসেন (জাবি), মো. ফয়সাল ইসলাম দিদার (ডব্লিউইউবি), নাজমুল হোসাইন (তিতুমীর কলেজ)।

পাশাপাশি ধর্ম সম্পাদক, দেবাশিষ বিশ্বাস (ঢাকা ডেন্টাল কলেজ), কে এম. আর অপু (ড্যাফোডিল ইউনিভার্সিটি)।

শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. নাহিদ হোসেন (ঢাবি), সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক, সোহানুর রহমান সোহান (জবি), সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক বাপ্পি হোসেন (জবি), শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক, আজমিন আক্তার (ঢাবি), সহ-শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক, মোছা. তন্নি খাতুন (ঢাবি), সহ-শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক, জান্নাতুল ফেরদৌস (জবি), পরিবেশ বিষয়ক সম্পাদক, শেখ রিফাত (তিতুমীর কলেজ), সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক, রবিন হোসেন বসির (ঢাবি)।

সাংস্কৃতিক সম্পাদক, আফিয়া ওয়াসিমা (ইডেন কলেজ), সহ-সাংস্কৃতিক সম্পাদক, মিজানুর রহমান (এআইইউবি), প্রচার সম্পাদক, মো. সতেজ আহমেদ (ঢাবি), সহ-প্রচার সম্পাদক, মো: অহেদুজ্জামান শিমুল (ঢাবি), মো: রাব্বি বিশ্বাস (ঢাবি), দপ্তর সম্পাদক, মো. আহাদ ইসলাম (জবি), সহ- দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, রুমা খাতুন (ঢাবি), সহ-অর্থ সম্পাদক, মিরাজুল ইসলাম মিরাজ (ঢাবি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোছা. সন্ধ্যা খাতুন (ঢাবি), সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো. ইমাদুল হক (জবি),ক্রীড়া সম্পাদক, মো. তামিম ইকবাল (জবি), সহ-ক্রীড়া সম্পাদক, মো. মাসুম বিল্লাহ (তিতুমীর কলেজ), মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, মো. ফরিদ আহমেদ (ঢাবি), সহ-মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলিম (ঢাবি)।

ইএইচ

Link copied!