নোয়াখালী প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:৩২ পিএম
নোয়াখালী প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:৩২ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ল্যাবরেটরি অব এনিম্যাল রিসার্চের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নীল দিঘি সংলগ্ন এনিম্যাল হাউজে এর উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এনিমেল হাউজের পরিচালক ড. মো. সহিদ সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রধান চিকিৎসা কর্মকর্তা (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকবৃন্দ এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ