Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৪, ১২:০৮ পিএম


স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ডিজিটাল অনলাইন লটারি অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লটারি পরিচালনায় কারিগরি সহায়তা দিয়েছে টেলিটক।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম এই লটারি কার্যক্রম পরিচালনা করেন।

জানা যায়, এই ভর্তি কার্যক্রম তিন ধাপে পরিচালনা করা হবে। প্রথম ধাপের লটারি ফলাফল প্রকাশ হবার পর শিক্ষার্থীদের ৬ কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। তার তিন কর্মদিবস পর তৃতীয় ও সর্বশেষ তালিকা প্রকাশ করা হবে। তবে সব ভর্তি কার্যক্রম ৩০ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

দেশব্যাপী ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ৬৮০ টি সরকারি বিদ্যালয়ে মোট ১,০৮,৭১৬ টি শূন্য আসনের বিপরীতে ৬,৩৫,০৭২ টি আবেদন আবেদন গৃহীত হয় এবং ৩১৯৮ টি বেসরকারি বিদ্যালয়ে মোট ১০,০৭,৬৭৩ টি শূন্য আসনের বিপরীতে ৩,৪৮,৪৬৭ টি আবেদন আবেদন গৃহীত হয়। গৃহীত আবেদনসমূহ হতে ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বণ্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়।

এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ৬৮০ টি সরকারি ও ৩১৯৮ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে গত ১২ নভেম্বর হতে শুরু করে ৩১ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়।

ডিজিটাল লটারির ভর্তির ফলাফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। এসএমএস এ ফলাফল পেতে GSA ResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।

উল্লেখ্য, সরকারি নীতিমালা অনুযায়ী, সাধারণ, ক্যাচমেন্ট, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, অক্ষম (Disable), সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিবন্ধী কোটাসহ নিয়মানুযায়ী সব কোটা বিবেচনা করা হয়েছে। শূন্য আসন থাকা সাপেক্ষে এবং প্রার্থীর স্ব-স্ব ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রমানুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ডিজিটাল অনলাইন লটারি কার্যক্রমে Software এর মাধ্যমে Random পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাব নুরুল মাবুদ চৌধুরী সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিআরইউ

Link copied!