Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

বিপ্লবীদের হত্যার বিচারের দাবিতে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৬:৪৯ পিএম


বিপ্লবীদের হত্যার বিচারের দাবিতে জবিতে বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে বিপ্লবীদের গুপ্ত হত্যার তদন্ত ও বিচার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ বিক্ষোভ মিছিল হয়।

এর আগে বিক্ষোভকারীরা সন্ত্রাসীদের বিচার চেয়ে নানা স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, পতিত আওয়ামী লীগ, আমলারা, ছাত্রলীগ তারা এখনো বাংলার জমিনে রয়ে গেছে। তারা ষড়যন্ত্র করছে। বিপ্লবীদের আহত করার, খুন করার চেষ্টা করছে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি।

ইএইচ

Link copied!