Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গবিসাসের সভাপতি সানজিদা, সম্পাদক ইভা

গবি প্রতিনিধি

গবি প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:১০ এএম


গবিসাসের সভাপতি সানজিদা, সম্পাদক ইভা

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) দ্বাদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সানজিদা জান্নাত পিংকিকে সভাপতি এবং বাংলাভিশনের প্রতিনিধি ইভা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে একবছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সিলেকশন কমিটির সদস্য মো. রিফাত মেহেদী।

৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জিয়াউর রহমান শোভন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল গণি উসমানি (সময়ের কণ্ঠস্বর), অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম নীরব (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান (সাম্প্রতিক দেশকাল), দপ্তর সম্পাদক আবু হুরায়রা (দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (দৈনিক মানবজমিন)।

এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন একাদশ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. আখলাক ই রাসূল।

গবিসাসের সদ্য বিদায়ী সহ-সভাপতি মো. ইউনূস রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. রফিকুল আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল।

নবনির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো এ কমিটিকে অভিনন্দন জানায়।

ইএইচ

Link copied!