Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মাভাবিপ্রবি আন্ত:বিভাগ ফুটবল চ্যাম্পিয়ন সিএসই

মাভাবিপ্রবি প্রতিনিধি

মাভাবিপ্রবি প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৪, ০১:৩৮ পিএম


মাভাবিপ্রবি আন্ত:বিভাগ ফুটবল চ্যাম্পিয়ন সিএসই

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বিভাগ।

খেলার নির্ধারিত সময়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ১-০ গোলে হিসাববিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজন ও ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী  অধ্যাপক মো. মাহফুজ রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ারিং অনুষদ ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদ ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, সায়েন্স অনুষদ ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, বিজনেস স্টাডিজ অনুষদ ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার, সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী উপভোগ করেন।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রানার্স আপ দল হিসাববিজ্ঞান বিভাগের অনুপম। সর্বোচ্চ (চারটি) গোলদাতার পুরস্কার লাভ করেন হিসাববিজ্ঞান বিভাগের নূর আলম।

এছাড়াও সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন সিএসই দলের রাশেদ রায়হান শুভ।

ইএইচ

Link copied!