Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

রাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৫, ০৭:১৯ পিএম


রাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশ দেয়া হলো।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় সকল ধরনের পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ আছেন প্রশাসন ভবনে অবস্থানরত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। বিভিন্ন সংবাদমাধ্যমে অভিযোগ উঠেছে বহিরাগতদের নিয়ে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসা দুইজন বহিরাগত শিক্ষার্থীকে আটক করে প্রক্টরিয়াল টিম। এছাড়াও ইংরেজি নতুন বর্ষে ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখতে একদিনের জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অন্যদিকে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাবি তুলে আসছেন শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!