Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৫, ১২:১৯ এএম


আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেন।

উপাচার্য ঘোষণা দেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর পোষ্য কোটা থাকছে না। দায়িত্ব পালনকালে এই কোটা আর ফিরে আসবে না বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটা নির্দিষ্ট আইন ও প্রক্রিয়া রয়েছে। যথাযথ প্রক্রিয়া মেনেই পোষ্য কোটা বাতিলের আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হবে।’

এর আগে, পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হয়নি। তা ছাড়া খাবারও খেতে পারেননি আটকে থাকা ব্যক্তিরা।

এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে। পোষ্য কোটা বাতিল না হলে আগামী রবিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!