Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

জাবিতে মাদক নির্মূলে লাল-সবুজ উন্নয়ন সংঘের স্মারকলিপি প্রদান

মাহফুজ আলম সোহাগ, জাবি

মাহফুজ আলম সোহাগ, জাবি

জানুয়ারি ৫, ২০২৫, ০৩:২০ পিএম


জাবিতে মাদক নির্মূলে লাল-সবুজ উন্নয়ন সংঘের স্মারকলিপি প্রদান

সম্প্রতি মাদক নির্মূলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রশাসনের কর্মতৎপরতাকে সাধুবাদ জানিয়ে ক্যাম্পাসে মাদক নির্মূলে কার্যকরী ৪ দফা বাস্তবায়নের অনুরোধ জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে লাল-সবুজ উন্নয়ন সংঘ।

রোববার দুপুরে ক্যাম্পাসে মাদক নিরাময় ও প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি জমা দিয়েছে সেচ্ছাসেবী এ সংগঠনটি।

লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, বর্তমানে অধিকাংশ তরুণ মাদকাসক্ত হয়ে পড়েছে। এক গবেষণার তথ্যে দেশ ও দেশের বাইরে ষাট শতাংশ মাদকাসক্তের বয়স ১৫ থেকে ৩০ এর মধ্যে। এই তথ্য থেকে সহজেই বোঝা যায়, তরুণদের মধ্যে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে। তাই তরুণদের মাদকাসক্তের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ ২০১১ সাল থেকে কাজ করে আসছি।

এ পর্যন্ত দেশের সিংহভাগ জেলায় সংগঠনটির উদ্যোগে আয়োজন করা মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে ৩৭ লাখ শিক্ষার্থী মাদককে লাল কার্ড প্রদর্শন করেছে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ব্যবহার বেড়েই চলেছে। তাই মাদকাসক্তি  প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ক্যাম্পাসে মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি দ্রুত ‍‍`জিরো টলারেন্স নীতি‍‍` ঘোষণা করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা (মাদকবিরোধী সেল গঠন, ডোপ টেস্ট সিস্টেম চালু, মাদকের সাপ্লাই ও সিন্ডিকেট  ভাঙ্গতে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং হল- বিভাগগুলোতে মাদকবিরোধী সচেতনামূলক সভা চালু) দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিসমূহ বিবেচনায় রেখে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান ধরে রাখবে এবং মাদকাসক্তি প্রতিরোধে সক্ষম হবে।

ইএইচ

Link copied!