Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৫, ১১:৩৬ পিএম


ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংগ্রহশালা স্থাপনে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম এয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য কর্তৃক গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আলিমুজ্জামান টুটুল।

অপর দু’জন সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং এস্টেট প্রধান মোহাম্মদ আলাউদ্দিন রয়েছেন।

প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, আমি আজকে চিঠি পেয়েছি। কোথায় হবে, কীভাবে হবে তা জানি না। তবে আগামী সপ্তাহে মিটিং করলে জানতে পারব।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, উপাচার্য কমিটি গঠন করেছেন তবে কেমন হবে, কোথায় হবে, বাজেট কেমন তা এখনও সিদ্ধান্ত হয়নি। কমিটির বাকি সদস্যরা মিলে বসে আমরা আলাপ করে ঠিক করতে পারবো। বর্তমান শহীদ জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর সংলগ্ন হতে পারে বলে অনেকটাই ধারণা করেছেন তিনি।

ইএইচ

Link copied!