ইবি প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৫, ০৪:৪২ পিএম
ইবি প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৫, ০৪:৪২ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঝালকাঠি এনএস কামিল মাদরাসার শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব এনএস (আইইউসানস) এর নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬নং কক্ষে এ আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আগত অতিথিদের বরণ ও নবীন-প্রবীণদের অনুভূতি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. শামছুল হক সিদ্দিকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সদস্য মঈনুল হক আহসানী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইএইচ