Amar Sangbad
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫,

ছয় দাবিতে উপাচার্যকে স্মারকলিপি জবি ছাত্রশিবিরের

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

জানুয়ারি ১২, ২০২৫, ০৫:৪৩ পিএম


ছয় দাবিতে উপাচার্যকে স্মারকলিপি জবি ছাত্রশিবিরের

অবিলম্বে জকসু নির্বাচনের রোডম্যাপ, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ  ছয় দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির।

রোববার সকালে শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও সেক্রেটারি রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এ স্মারকলিপি দেয় হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতকরণ, জকসু নির্বাচন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত রয়েছে, যা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক উন্নয়নে মারাত্মক বাধা সৃষ্টি করছে।

স্মারকলিপিতে শিবিরের পক্ষ থেকে অবিলম্বে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানানো হয়।

এ ছাড়া অন্যান্য দাবিগুলো হলো:

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর তত্ত্বাবধানে হস্তান্তর করে শিক্ষার্থীদের জন্য উন্নত শিখন ও গবেষণা পরিবেশ নিশ্চিত করা।

নতুন ক্যাম্পাস, জকসু ও আবাসন সংক্রান্ত কাজ তদারকির জন্য ছাত্র-শিক্ষার্থীদের সমন্বয়ে একটা টিম/ কমিটি গঠন করতে হবে।

ছাত্র-শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করতে হবে। প্রতি মাসে কমপক্ষে একবার ছাত্র-শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করতে হবে। 

অস্থায়ী হল নির্মাণ করে অগ্রাধিকারভিত্তিতে অসচ্ছল শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।

এ সময় পূর্বে ছাত্রশিবিরের প্রস্তাবিত ১৭ দফা দাবিগুলো অতিদ্রুত দৃশ্যমান কাজে রূপান্তরিত করার দাবিও জানানো হয়।

প্রসঙ্গত, রোববার সকাল থেকে তিন দাবিতে অনশনে বসেছেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসব দাবির সঙ্গেও একাত্মতা পোষণ করেছে শাখা শিবির।

বিআরইউ

Link copied!