Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সর্বদা সক্রিয় ছিল ইবি ছাত্রদল

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৫, ১২:১৭ এএম


নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সর্বদা সক্রিয় ছিল ইবি ছাত্রদল

বিগত সময়ে আওয়ামী সরকারের নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে শিক্ষার্থীদের কল্যানে সর্বদা সক্রিয় ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

ক্যাম্পাসে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন সময় ছাত্রলীগের বাধার সম্মুখীন হতে হয় দলটিকে। মিটিং-মিছিল করতে গিয়ে ছাত্রলীগ কর্তৃক ধাওয়া ও মারধরের শিকার হতে হয় দলটির নেতাকর্মীদের। এসব বাধা থাকা সত্ত্বেও আহবায়ক কমিটির নেতৃত্বে দলীয় কর্মসূচি পালনে পিছুপা হয়নি শাখা ছাত্রদল।

জানা যায়, ২০২২ সালে ভর্তি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করার সময় ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন সময় কর্মসূচি পালন করতে গিয়ে ধাওয়া ও ব্যানার ছিড়ে ফেলার ঘটনা ঘটে।

আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ বলেন, ইবি ছাত্রদলের আহবায়ক কমিটির পর থেকেই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসে সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। গনঅভুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সকল প্রকার আকাঙ্খাকে বুঝে শিক্ষার্থীদের কল্যানে শিক্ষার্থীবান্ধব রাজনীতি চর্চা করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

আহ্বায়ক কমিটির সদস্য নুর উদ্দিন বলেন, ইবি ছাত্রদল তার কমিটি গঠনের পর থেকেই বিভিন্ন ষড়যন্ত্র ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা বারবার আমাদের ওপর হামলা চালিয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীরা যখন ক্লাস বা পরীক্ষা দিতে আসতেন, তাদের ওপর হামলা করা হতো এবং তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বাধা দেওয়া হতো।

তবুও, স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রদল ইবি শাখা সাহেদ ও মিথুনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এসব প্রতিকূলতার জবাব দিয়েছে। তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে ভবিষ্যতেও যেকোনো অন্যায়ের মোকাবিলা করবে এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। আগামী দিনগুলোতে ছাত্রদল ইবি শাখা তাদের দায়িত্ব পালন করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে অতীতের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ!

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পর থেকে আমরা কেন্দ্রের সকল কর্মসূচি পালন করেছি। কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন সময় ছাত্রলীগের নির্যাতনের শিকার হতে হয়েছে। কর্মসূচিতে আমাদের নেতাকর্মীদের ধাওয়া দেওয়া হয়েছে, ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। ক্যাম্পাসে কার্যক্রম চালাতে বাধার সম্মুখীন হওয়ায় মেইন গেইট ও থানা গেইটে কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।

ইএইচ

Link copied!