নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৫, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৫, ১২:১৩ পিএম
বিক্ষোভের পর নবম-দশম শ্রেণির `বাংলা ব্যাকরণ ও নির্মিতি` বইয়ের পেছনের কাভার থেকে `আদিবাসী` গ্রাফিতি সরিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এখন বইটির যে অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে, সেখানে আগের গ্রাফিতির বদলে `বল বীর, চির উন্নত মম শির` শীর্ষক নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীর দাবির মুখে রোববার রাতে এই পরিবর্তন আনা হয়েছে। `স্টুডেন্টস ফর সভরেনিটি` নামের এই সংগঠনটির যুক্তি, সংবিধানে `আদিবাসী` শব্দের ব্যবহার নেই। তাদের দাবি, সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই `আদিবাসী` শব্দটির ব্যবহার যথাযথ নয়।
গতকাল রাতে মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা। এর পরেই পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ থেকে গ্রাফিতিটি সরিয়ে দেয় এনসিটিবি।
ইএইচ