Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

মধ্যরাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ইবি শিক্ষার্থীদের ওপর হামলা

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৫, ১২:১৮ পিএম


মধ্যরাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ইবি শিক্ষার্থীদের ওপর হামলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী ত্রিবেণী এলাকায় মাঝরাতে অজ্ঞাত স্থানীয়দের কর্তৃক হামলার শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও ২ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিবেণী এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীরা সবাই শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থী বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, আক্রমণের শিকার হয়ে পালিয়ে ঐ এলাকার বাড়িতে আশ্রয় নেন এবং ইবি ছাত্রশিবির সভাপতি ও সহ-সমন্বয়ক পঙ্কজ রায়ের সাথে যোগাযোগ করেন তারা।

পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করেন।

এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার প্রধান সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা ঘটনা জানার মুহূর্তেই অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করি। এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীরা যদি কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পূর্ণ সহযোগিতা করবে।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ছাত্রশিবিরের পক্ষ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনা শোনার পর থানায় অবহিত করেছি এবং ঐ জায়গায় কে বা কারা জড়িত চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়াতে বলেছি। ইবি থানা ইতোমধ্যে জায়গাটা নজরদারিতে রাখছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।

ইএইচ

Link copied!