Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

জবির দ্বিতীয় ক্যাম্পাস

সেনাবাহিনীকে কাজ দিতে চূড়ান্ত বৈঠক বুধবার

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৫, ০২:৫২ পিএম


সেনাবাহিনীকে কাজ দিতে চূড়ান্ত বৈঠক বুধবার

আগামী বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সেনা কর্মকর্তার বৈঠক হবে। সেখানে সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দিতে রুপরেখা বৈঠক হবে এবং ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এ ঘোষণা দেন।

বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির সাথে আছি। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে আমরা একাত্নতা পোষণ করেছি। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে আমাদের কাজে দেরি হচ্ছিলো। এখন তা অনেকটা সহজ হয়েছে। আমরাও তৎপর আছি। উপাচার্য সচিবালয়ে সকাল থেকেই মিটিংয়ে আছে।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষসহ, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, অর্থ পরিচালকসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!