Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৫, ০৫:২৯ পিএম


রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‍‍`রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলি পরে জানানো হবে।‍‍`

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‍‍`ভালো-মন্দ মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলছে। একটা ভালো খবর, অনেক চেষ্টার পর আমরা দ্বাদশ সমাবর্তনের একটা তারিখ পেয়েছি। ১৭ ফেব্রুয়ারি, ২০২৫। ছয় হাজারের বেশি রেজিস্ট্রেশন হয়েছে। সবার সহযোগিতা কামনা করছি।‍‍`

এর আগে ২০২৩ সালে ১ নভেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। পরে ওই বছর আর সমাবর্তন হয়নি। পরের বছর ২০২৪ সালের ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার এবং সদ্য সাবেক দুই উপ-উপাচার্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সম্মতির অনুরোধ জানালে তিনি ওই বছরের ২৮ নভেম্বর সমাবর্তনে উপস্থিত থাকবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেন। কিন্তু ৫ আগস্টের পরে দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে ফের স্থগিত হয় এই সমাবর্তন।

ইএইচ

Link copied!