Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিল আন্দোলনরত জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৫, ০৯:১৭ পিএম


শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিল আন্দোলনরত জবি শিক্ষার্থীরা

তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে৷  

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীরা৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বারো জানুয়ারি সকাল আট টা থেকে আমাদের তিন দফা দাবিতে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচি এবং তেরো জানুয়ারি থেকে চলমান ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ফলে আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দুটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সেনাবাহিনীর কাছে ২য় ক্যাম্পাসের নির্মাণ কাজ বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে, বানী ভবন হল এবং ডা. হাবিবুর রহমান হলের স্টিল বেইজ স্ট্রাকচার নির্মাণে সেনাবাহিনীর অন্তর্ভুক্তির বিষয়টিও সামনে এসেছে।

তবে আমাদের তৃতীয় দাবি, "যতদিন আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে," এখনো পূরণ হয়নি।

এই দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, "শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে জরুরিভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে তা সংশোধিত বাজেট বা ২০২৫-২৬ বাজেটে অন্তর্ভুক্ত করে ইউজিসি-তে উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে।"

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা রেখে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্তে আমরা আগামী রবিবার থেকে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে, যদি আমাদের তৃতীয় দাবির বিষয়ে কোনো অগ্রগতি দেখা না যায়, তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবো।

উল্লেখ, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, বানীভবন হল এবং ডা. হাবিবুর রহমান হলের স্টিল বেইজ স্ট্রাকচার নির্মাণে সেনাবাহিনীর অন্তর্ভুক্তি এবং যতদিন আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে এই তিন দফা দাবিতে অনশন এবং শাট ডাউন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

আরএস

Link copied!