Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সনদ তুলতে এসে জবি ছাত্রলীগ নেত্রী আটক

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৫, ০৬:৪২ পিএম


সনদ তুলতে এসে জবি ছাত্রলীগ নেত্রী আটক

স্নাতকের সনদ তুলতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেত্রী।

রোববার বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নীচ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা।

তবে তার নামে কোনো মামলা না থাকায় অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক ওই ছাত্রলীগ নেত্রীর নাম আফিয়া আনজুম সুপ্তি। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সূত্রে জানা যায়, ছাত্রলীগ কর্মী আফিয়াকে চিনতে পেরে প্রক্টর অফিসে নিয়ে আসেন তারা। সেখান থেকে পালিয়ে যেতে গেলে প্রধান ফটকের সামনে থেকে আটক করেন তারা। আফিয়ার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ আনা হয়। পাশাপাশি ফেসবুকে আন্দোলনকারীদের হুমকি-ধামকিও দেন তিনি।

আটক ছাত্রলীগ নেত্রী আফিয়া বলেন, আমাকে ২০২৩ সালের আগস্টে অভ্যন্তরীণ প্রতিহিংসার কারণে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে এখন জড়িত না। আমি ৭১ কে ধারণ করি, এটাই আমার রাজনীতি। আমি সনদ উঠাতে আসলে আমাকে কয়েকজন ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে এখানে এসে কোনো শিক্ষককে না পেলে আমি চলে যেতে চাই। তখন গেট থেকে আমাকে আবার প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ইএইচ

Link copied!