Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ইবিতে শহিদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৫, ০৭:০৬ পিএম


ইবিতে শহিদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শহিদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ল্যাবরেটরী স্কুলের সভাকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম জাকির হোসেন এবং ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান।

এছাড়াও শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বাংলাদেশের সব জায়গায় শিশু একাডেমি আছে, যেগুলো শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরেকটি কাজ করেছিলেন সেটা হলো শিশুদের জন্য শিশু মেলা, যেটা বিগত স্বৈরাচারী সরকার রাখতে দেয়নি। তিনি আরও বলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে যেন পুরস্কার দেয়া হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে  বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন করা হয়।

এ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিল। এসময় ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!