Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

খুবিতে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিনা সুদে ঋণ দিচ্ছে ইক্বলাব ফাউন্ডেশন

আমিনুর রহমান, খুবি প্রতিনিধি

আমিনুর রহমান, খুবি প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৫, ০৫:৪৫ পিএম


খুবিতে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিনা সুদে ঋণ দিচ্ছে ইক্বলাব ফাউন্ডেশন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) টার্ম রেজিস্ট্রেশন ফি পরিশোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিনা সুদে ঋণ প্রদান করছে ইক্বলাব ফাউন্ডেশন। জানা গেছে, গত টার্ম থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শিক্ষার্থীরা ছয় মাসের জন্য বিনা সুদে ঋণ নিতে পারছেন।

খুবিতে প্রতি বছর দুবার টার্ম রেজিস্ট্রেশন করতে হয়। অনেক শিক্ষার্থী পারিবারিক অসচ্ছলতার কারণে রেজিস্ট্রেশনের টাকা জোগাড় করতে হিমশিম খায়। এই সমস্যার সমাধানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দ্বীনি সংগঠন ইক্বলাব ফাউন্ডেশন বিনা সুদে ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে ইক্বলাব ফাউন্ডেশনের সদস্য এবং খুবির প্রাক্তন শিক্ষার্থী আফসারুল আলম বলেন, "ছোট ভাইরা যখন ফোন দিয়ে তাদের সমস্যা ও পরিবারের অসহায়ত্বের কথা জানায়, তখন তাদের পাশে দাঁড়ানোর অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা গত টার্মে সীমিত পরিসরে কাজ শুরু করেছিলাম, কিন্তু এবার থেকে বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করছি।"

ইক্বলাব ফাউন্ডেশন খুবির শিক্ষার্থীদের পরিচালিত একটি দ্বীনি সংগঠন। সংগঠনের সদস্যরা প্রতিদিন এক টাকা করে দান করেন। এই অর্থ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী ছাড়াও বাইরের অনেক অসচ্ছল মানুষদের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে ব্যবহৃত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সংগঠনটি বিভিন্ন দ্বীনি প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকেন এবং এ পর্যন্ত ৩৭ জনকে সুদ মুক্ত ঋণ প্রদান করেছে।

বর্তমানে  এ সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে আছেন খুবি সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব মুফতী আব্দুল কুদ্দুস এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর হুসাইন।

আরএস
 

Link copied!