Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আরও এক মাস বাড়লো ৪৭তম বিসিএসে আবেদনের সময়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৫, ০৬:৫৩ পিএম


আরও এক মাস বাড়লো ৪৭তম বিসিএসে আবেদনের সময়

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন চলছে। আগামী ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে এ আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। তবে স্নাতক পরীক্ষা চলমান থাকা শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের নতুন নির্দেশনা অনুযায়ী- আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রার্থীরা ৪৭তম বিসিএসের আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ, ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে কেবল ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা (২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর আর কারও আবেদনপত্র গ্রহণ করা হবে না।

স্নাতক পরীক্ষা চলমান থাকা শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তিতে কিছুটা নিয়ম শিথিল করেছে পিএসসি। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন, যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।

কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, যার স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ, ২৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরএস

Link copied!