Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শীতার্তদের মাঝে ইবি ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৫, ০৩:১৩ পিএম


শীতার্তদের মাঝে ইবি ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় নিকটস্থ আনন্দনগর এলাকায় শীতার্তদের মাঝে এ কর্মসূচি পালন করেন তারা। ইবি শাখার সমাজসেবা সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম।

বুধবার (২২ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক হামজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা জানি আমাদের ক্যাম্পাসের আশেপাশের অঞ্চলটা বেশ পিছিয়ে পড়া অঞ্চল আরকি।সেদিক থেকে এখানকার স্থানীয় যারা আছেন বিশেষ করে গরিব শ্রেণির, তাদেরকে সহযোগিতা করা এবং সবসময় তাদের পাশে দাড়ানো আমাদের কার্যক্রমের অংশ। সেই ধারাবাহিকতায় শীতের সময় উনাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং তার অংশ হিসেবেই আমাদের এই আয়োজন।

আরএস
 

Link copied!