Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

বাকৃবি উদ্ভাবিত অ্যাপে ঢাবি ভর্তিচ্ছুরা সহজেই খুঁজে পাবে আসন

সাঈদা জাহান খুকী,  বাকৃবি

সাঈদা জাহান খুকী, বাকৃবি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:২০ পিএম


বাকৃবি উদ্ভাবিত অ্যাপে ঢাবি ভর্তিচ্ছুরা সহজেই খুঁজে পাবে আসন

২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা-২০২৫। ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে ঢাবি ছাড়াও আরও সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) একটি।

ভর্তিযুদ্ধের আগে পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকে অচেনা জায়গায় পরীক্ষার কক্ষ খুঁজতে গিয়ে বিপাকে পড়েন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রের আওতায় থাকা পরীক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ইতোমধ্যেই তৈরিকৃত ‘এক্সাম হল ফাইন্ডার’ সফটওয়্যারটি এবারে আপডেট করা হয়েছে। যার মাধ্যমে বাকৃবি কেন্দ্রস্থ পরীক্ষার হলের অবস্থান ও সেখানে যাওয়ার সহজ পথ দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা নিজের রোল নম্বর দিয়ে অনলাইনে সার্চ করলেই পরীক্ষার হলের অবস্থান জানতে পারবেন।

উল্লেখিত লিংকে (https://bie.bau.edu.bd/ExamHall/) ক্লিক করলেই কাঙ্ক্ষিত অ্যাপে পৌঁছে যাবে ঢাবি ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদীয় সভাকক্ষে সফটওয়্যারটির আপডেটেড ভার্সন উদ্বোধন করা হয়েছে।

সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. জয়নাল আবেদীন, বাকৃবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আলী আশরাফ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিন।

সফটওয়‍্যারটিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সম্পূর্ণ মানচিত্রকে ডিজিটালি সংযুক্ত করা হয়েছে। পরীক্ষার্থীরা যখন সফটওয়্যারে রোল নম্বর দেবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারটি তাদের নির্ধারিত পরীক্ষার হলের অবস্থান খুঁজে বের করবে এবং গুগল ম্যাপের মাধ্যমে সেখানে যাওয়ার সহজ রাস্তা দেখিয়ে দেবে। এতে পরীক্ষার্থীদের সময় বাঁচবে এবং কক্ষ খুঁজে পাওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে।

বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিনের তত্ত্বাবধানে উদ্ভাবনী সফটওয়্যারটি আপডেট করেছেন বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং ডিগ্রির শিক্ষার্থী অনিক হাওলাদার (তৃতীয় বর্ষ), মুহাম্মদ ইশমামুল হক (দ্বিতীয় বর্ষ) ও মো. আসিফুজ্জামান (প্রথম বর্ষ)।

সফটওয়্যারের আপডেটেড ভার্সনটিকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. জয়নাল আবেদীন। তিনি আরো বলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগের সম্মানিত শিক্ষকদের সহযোগিতায় এবং ড. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ছাত্রদের নিয়ে অ্যাপটি আপডেট করেছে এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে যারা পরীক্ষা দিতে আসবে তারা কোনো ঝামেলা ছাড়াই যেন পরীক্ষার হলে পৌঁছাতে পারে এজন্যই মূলত অ্যাপটি আপডেট করা হয়েছে। এজন্য বিভাগের সম্মানিত শিক্ষকদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি যে ছাত্ররা এখানে সময় দিয়েছে এবং সুন্দর ভাবে অ্যাপটি আপডেট করেছে তাদেরকে  ধন্যবাদ জানাচ্ছি।

সফটওয়্যারটির ভবিষ্যৎ নিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক মেছবাহ উদ্দিন বলেন, ছাত্র ছাত্রীরা এই ধরনের বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারবে যেটা তাদের কর্ম জীবনে নিশ্চিতভাবে সাহায্য করবে এবং দ্রুত চাকুরি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, এই ধরনের সমাধানগুলোর মাধ্যমে ক্যাম্পাস ধীরে ধীরে অটোমেশনের দিকে এগিয়ে যাবে। আমি এই সিস্টেম তৈরির সাথে জড়িত বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রির শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি।

ইএইচ

Link copied!