Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫,

দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান শিবির সেক্রেটারির

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:৩১ পিএম


দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান শিবির সেক্রেটারির

অতিদ্রুত দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বৃহস্পতিবার বেলা বারটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব পরিদর্শন শেষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা আহ্বান জানাই, দেশের সকল ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন নীতিমালা তৈরি করে এবং দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেয়ার জন্য। অতিদ্রুত ছাত্ররা যেন তাদের নেতৃত্ব বাছাই করতে পারে। তাদের দাবিদাওয়া প্রশাসনের কাছে উপস্থাপন করতে পারে। ক্যাম্পাসের কল্যাণমুখী কাজ ও পরিবেশ দিতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা গঠন করা নেই। যার অধীনে নির্বাচনটি হবে। হতে পারে, সে কারণেই কিছু ছাত্র সংসদ নির্বাচনে কালক্ষেপণ হচ্ছে।  

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, তারা এ ব্যাপার দ্রুত পদক্ষেপ নিবে বলে আমাদের ধারণা ও বিশ্বাস। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেয়ার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আমাদের মেসেজ প্রশাসনের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছি।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম এবং সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!