Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫,

জলবায়ু সংকটে যুব নেতৃত্ব জরুরি: খুবি উপাচার্য

আমিনুর রহমান, খুবি

আমিনুর রহমান, খুবি

জানুয়ারি ২৩, ২০২৫, ০৮:৪৪ পিএম


জলবায়ু সংকটে যুব নেতৃত্ব জরুরি: খুবি উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম জলবায়ু সংকট মোকাবিলা ও উপকূলীয় সুরক্ষায় যুবদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা জলবায়ু যুব ফোরামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ‘আমাদের গ্রহের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের পদক্ষেপের ওপর। যুব সমাজকে জলবায়ু আন্দোলনের নেতৃত্বে আনা শুধুমাত্র তাদের সম্ভাবনার বিনিয়োগ নয়, বরং এটি আমাদের টিকে থাকার জন্য অপরিহার্য। বিশ্ব জলবায়ু আলোচনায় বাংলাদেশের কণ্ঠ শক্তি, সহনশীলতা এবং উদ্ভাবনী শক্তির প্রতিফলন ঘটাতে হবে।’

নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম) এবং ইয়ুথনেট গ্লোবালের যৌথ আয়োজনে এ ফোরাম আয়োজনে সহায়তা করে ক্লাইমেট অ্যাম্বিশন সাপোর্ট অ্যালায়েন্স (কাসা) এবং যুক্তরাজ্য সরকার।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. মুজিবর রহমান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত আলোচক হিসেবে বক্তব্য দেন।

আরও উপস্থিত ছিলেন- এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক প্রসূন কুমার ঘোষ, সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্নকার, সহকারী অধ্যাপক সাদিয়া ইসলাম মৌ।

সভার সভাপতিত্ব করেন- ন্যাকমের নির্বাহী পরিচালক ড. এস.এম. মঞ্জুরুল হান্নান খান।

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ইএইচ

Link copied!