ববি প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫, ১১:৪৭ পিএম
ববি প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৫, ১১:৪৭ পিএম
জুলাইয়ের ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকর্মী শাহারিয়ার সানকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সিকিউরিটি রুমে আটকে রাখে।
এ সময় সানের ‘সহকর্মীরা’ এসে তাকে রুমের দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের পাশের ভোলা রোডে বিজয় মিছিল করেন।
শাহারিয়ার সান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে গত বছরের ২৯ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও ১ আগস্ট পুলিশে ধরিয়ে দেয়ার মামলায় ৮ নম্বর আসামি।
শাহারিয়ার সানকে ছাড়িয়ে নেওয়া শিক্ষার্থীরা হলেন- মেহেদী (আইন বিভাগ), আরমান (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ), সাকিব (আইন বিভাগ), হৃদয় (ইংরেজি বিভাগ), প্রীতম (বাংলা বিভাগ), জুবায়ের (আইন), জাহিদ (সমাজবিজ্ঞান), নাহিদ (সমাজবিজ্ঞান), সিয়াম (আইন), আশরাফুল ইসলাম শিমুল (সমাজবিজ্ঞান), জুবায়ের (আইন)।
এছাড়াও তাদের সাথে ৪০-৫০ জন ছিলেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ববির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং পুলিশের কাছে শিক্ষার্থীদের ধরিয়ে দেয়ার ঘটনার মামলার আসামি সানকে শিক্ষার্থীরা সিকিউরিটি গার্ডের কক্ষে আটকে রাখে। পরবর্তীতে তার ‘সহকর্মীরা’ রুমের দরজা ভেঙে তাকে ছাড়িয়ে নেয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাব। ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কখনোই তাদের প্রশ্রয় দেব না।
ইএইচ