আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:১৪ পিএম
আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:১৪ পিএম
২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান নিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গুচ্ছ ভর্তি বহাল রেখে রাষ্ট্রপতির আদেশ ছাড়া তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে তারা লং মার্চ নিয়ে ইউজিসির সামনে যান। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আসেন ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা মানেননি।
এদিকে, দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘মোদের দাবি একটাই, ২৪টাই থাকতে হবে’, ‘ব্যবসা না গুচ্ছ, গুচ্ছ গুচ্ছ’সহ বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া এ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। পরে শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধিদল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে ইউজিসি কার্যালয়ে প্রবেশ করেন।
শিক্ষার্থীদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া সিয়াম ইউজিসি কার্যালয়ে প্রবেশ করার আগে বলেন, আমাদের একটাই দাবি হলো- ২৪ বিশ্ববিদ্যালয় নিয়েই গুচ্ছ থাকতে হবে। এ নিয়ে দ্রুত রাষ্ট্রপতির আদেশ জারি করতে হবে। এ দাবিই আমরা ইউজিসি চেয়ারম্যানকে জানাবো৷ উনি যদি আমাদের দাবি মেনে নেন, আমরা পড়ার টেবিলে ফিরে যাবো। আর দাবি না মানলে আন্দোলন চালয়ে যাবে।
জানতে চাইলে ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা সবসময় চেষ্টা করছি গুচ্ছ বহাল থাকুক। তারপরও কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। আশা করি, এটা নিয়ে খুব শিগগির একটি ভালো সমাধান হবে।
আরএস