Amar Sangbad
ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫,

রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান

জবি শিবির সেক্রেটারিকে হেনস্তায় সংবাদ সম্মেলন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৫, ০৭:৫২ পিএম


জবি শিবির সেক্রেটারিকে হেনস্তায় সংবাদ সম্মেলন

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা দ্বারা জবি শিক্ষার্থী ও ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামকে হেনস্তার ঘটনার পর সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির।

আজ রোববার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহযোগিতা ও সহাবস্থান বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রিয়াজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি, সূত্রাপুর থানায় নাগরিক কমিটির একটি সভায় যোগ দেওয়ার সময় একটি বিব্রতকর ঘটনা ঘটে। তিনি উল্লেখ করেন, এসময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি তাকে ছাত্রলীগ কর্মী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন। এই পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যরা তাকে নিরাপদে ওসির রুমে নিয়ে যান।

তিনি বলেন, তারা রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেননি। তিনি আশা করেন, রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার জন্য সবাই একসাথে কাজ করবে এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না।

এসময় তিনি অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং সকল সচেতন শিক্ষার্থীদের অপকর্ম ও অন্যায় দূর করতে সহায়তার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম গতকালের ঘটনায় উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান। এছাড়া এসময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সকল সংগঠনকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলামও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। সেক্রেটারি রিয়াজুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!