Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫,

সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৫, ১১:১০ এএম


সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

ঢাকা কলেজ অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার দিনগত রাত ২টা ৪৪ মিনিটের দিকে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবার ঢাবিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার রাত ১১টার দিকে নীলক্ষেত এলাকায় ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর প্রতিবাদে আজ ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!