Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

ইবিতে ‘পুতুলের বিয়ে’ রম্য নাটক মঞ্চস্থ

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:১৬ পিএম


ইবিতে ‘পুতুলের বিয়ে’ রম্য নাটক মঞ্চস্থ

কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে গাউছুল আজম রচিত বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে ‍‍`পুতুলের বিয়ে‍‍` রম্য নাটক মঞ্চস্থ হয়েছে।

রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এ নাটকের আয়োজন করা হয়।

নাটকটির রচয়িতা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ডেপুটি রেজিস্ট্রার(ল্যাব) জনাব গাউছুল আজম।

নির্দেশনায় ছিলেন থিয়েটারের দপ্তর সম্পাদক সাইফুন্নাহার লাকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে ফারাবি, আশিক, বন্যা, লাকী, সংগীত, প্রণয় এবং ঐশী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসান। সার্বিক পরামর্শে ছিলেন থিয়েটারর উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুজ্জামান।

এছাড়া থিয়েটারের অন্যান্য সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাটকটি উপভোগ করেন।

সংগঠনের দপ্তর সম্পাদক সাইফুন্নাহার লাকী বলেন, আজকে আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল দর্শকের মুখের হাসি। জীবনের কঠিন বাস্তবতাকে সহজ করে নেওয়ার সরল সমাধান হাসি। চলতি পথে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার মুখোমুখি হয়ে থাকি। তাই আমরা চেয়েছিলাম এই নাটকের মাধ্যমে দর্শকদের মধ্যে খানিকটা রিফ্রেশমেন্ট পৌঁছে দিতে। সবশেষে, দর্শকদের আনন্দমুখর সাড়া পেয়ে আমরা ভীষণ আনন্দিত।

ইএইচ

Link copied!