Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫,

বইমেলায় জবির চার বইয়ের মোড়ক উন্মোচন বুধবার

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৩৩ পিএম


বইমেলায় জবির চার বইয়ের মোড়ক উন্মোচন বুধবার

এবারের অমর একুশে বইমেলায় নতুন চারটি বইয়ের মোড়ক উন্মোচন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টল উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের থেকে প্রকাশিত বইগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক নুরুল আমিনের লেখা ইসলামের দৃষ্টিতে টেকসই নগরায়ণ সেবা: পরিপ্রেক্ষিত দক্ষিণ সিটি কর্পোরেশন‍‍`, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সেলিমের ‍‍`সোসাইটি অ্যান্ড স্টেট ইন সাউথ এশিয়া‍‍`।

সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাফর ইকবালের আন্ডারস্ট্যান্ডিং এন্ড এনহ্যান্সিং প্রটেকটিভ ইফেক্টস অফ বন্ডিং সোশ্যাল ক্যাপিটাল অন ডেলিকুয়েন্সি‍‍` এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মুহাম্মদ খাইরুল ইসলামের আর্থ-সামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকার মূল্যায়ন: সমীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের পাণ্ডুলিপি মুদ্রণ কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ আনওয়ারুস সালামের এক বিজ্ঞপ্তিতে বলেন,  বুধবার বিকাল ৫টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে (তথ্য কেন্দ্রের সন্নিকটে) বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টল (৯৯২)-এ বিশ্ববিদ্যালয় প্রকাশিত নতুন চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

আরএস

 

 

 

Link copied!