নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১১:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১১:২২ পিএম
আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের স্পষ্ট নীতি ঘোষণা করা হবে— এমন আশ্বাসের প্রেক্ষিতে সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করে নিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার রাতে মহাখালীর রেলগেটে অবরোধ কর্মসূচির শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।
তিতুমীর কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ বলেন, সামনে থেকে আর সাত কলেজ সম্বোধন করা হবে না। এখন থেকে বলতে হবে ৬ কলেজ। কারণ, তিতুমীর আর এই কলেজগুলোর সাথে থাকবে না। বরং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করতে হবে।
এর আগে, সরকারি তিতুমীর কলেজের প্রশাসনিক ভবনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডলসহ ৩ জন অধ্যাপক, শিক্ষা মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা এবং গুলশান জোনের উপ পুলিশ কমিশনারসহ শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের নেতারা জরুরি বৈঠক করেন।
বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ-১ অধিশাখার যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডলসহ অবস্থান কর্মসূচিস্থলে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে শিক্ষার্থীদের ৭ দফা দাবিসমূহ পূরণের আশ্বাস দেন।
পরে শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন ও আমরণ অনশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে। আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তাদের সাত দফা দাবি বাস্তবায়নে আগামী সাত দিনের সময় বেঁধে দিয়েছেন।
ইএইচ