Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫,

পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তাল জাবি, ভবনে তালা

জাবি প্রতিনিধি:

জাবি প্রতিনিধি:

ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৬:৩৭ পিএম


পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তাল জাবি, ভবনে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১ টা ৫০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলার ভাসানী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন হল ঘুরে লাইব্রেরি হয়ে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। এসময় রেজিস্ট্রার ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এসময় চারটি দাবি উত্থাপন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা, দাবিগুলো হলো, পৌষ্য কোটা বাতিল, আজকে যারা কর্মচারীদের আন্দোলন এবং শিক্ষার্থীদের সাথে বিরূপ আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার সাথে জড়িত ছিল তাদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুত করতে হবে, পাশাপাশি পরবর্তীতে কোন কর্মকর্তা ও কর্মচারী যদি ক্যাম্পাস অচল করার ঘোষণা দেয় তাদেরকেও চাকরিচ্যুত করতে হবে এবং ব্যাংক হিসাব স্থগিত করতে হবে, এবং একইসাথে দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয় তারা।

বিক্ষোভে "দাবি মোদের একটাই পোষ্য কোটার বাতিল চাই, হলে হলে খবর দে পোষ্য কোটার কবর দে, সংস্কার না বাতিল,  বাতিল বাতিল, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা যায়, পোষ্য কোটা বাতিলের আন্দোলনে যেহেতু কর্মচারীরা শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে তাই আমরা এখন পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল চাই। বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী সৃষ্টি বলেন, যে কর্মকর্তা কর্মচারীরা আমাদের হুমকি দিতে পারে তাদের আমরা জাহাঙ্গীরনগরে চাই না। যদি প্রশাসন পোষ্য কোটা বাতিল ও যথাসময়ে জাকসু বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আরো একটা আন্দোলনের সূচনা হবে জাহাঙ্গীরনগর থেকে।

বিআরইউ

 

Link copied!