নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:০৭ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:০৭ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসানকে সভাপতি এবং দেশ রূপান্তরের (ডিজিটাল) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদৎ হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
এ সময় সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, প্রক্টর ড. মাহাবুবুর রহমান জনি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম এবং বিশেষ আলোচক হিসেবে সংগঠনটির সাবেক সভাপতি নীহার সরকার অঙ্কুর উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শর্মিষ্ঠা ভট্টাচার্য (বাংলা এফএম), যুগ্ম সাধারণ সম্পাদক অর্ণব আচার্য (বাহান্ন নিউজ), সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন (বাংলাদেশ জার্নাল), অর্থ সম্পাদক জান্নাত জাহান জুঁই (সান নিউজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রোহান চিশতী (এনটিভি অনলাইন)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নবাব মো. শওকত জাহান কিবরিয়া (দৈনিক আমার সংবাদ), নওসাদ আল সাইম (ফটোগ্রাফার), সাফিনা গাজী এমি (বিডি টাইম ২৪), আশরাফুল আলম (ফটোগ্রাফার), সানজানা অর্পা (বাংলাভিশন), রিফায়েত আলম রাব্বি (সংবাদ লাইভ ২৪)।
ইএইচ